প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল্ট্রি শিল্পে নতুন আশা

রাজধানীর মতিঝিলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন। এতে আস্থা ফিড-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে।
নির্বাচনে সভাপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন চৌধুরী। সাধারণ ভোটাররা কেবল তাকেই নয়, তার পুরো প্যানেলকে বিজয়ী করে যোগ্য নেতৃত্বের প্রতি তাদের আস্থার প্রমাণ দিয়েছেন।
জয়ের নেপথ্য কারিগর: এই পূর্ণ প্যানেলকে বিজয়ী করার পেছনের প্রধান কারিগর হিসেবে সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মুনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিতরা। তারা মনে করেন, তার বিচক্ষণতা, সঠিক দিকনির্দেশনা এবং সাংগঠনিক প্রচেষ্টাতেই এই বিশাল বিজয় সম্ভব হয়েছে।
খামারিদের প্রত্যাশা: সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন ধরে অবহেলিত বিপিআইএ-কে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তর করতেই ভোটাররা এই রায় দিয়েছেন। বর্তমানে ফিড ও বাচ্চার অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় পোল্ট্রি খাত কঠিন সময় পার করছে।
সাধারণ খামারিরা আশা করছেন, মোশাররফ হোসেন চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে পোল্ট্রি শিল্প তার হারানো গৌরব ফিরে পাবে এবং খামারিদের দীর্ঘদিনের সংকট নিরসন হবে।
© newsnet24bd All Right Reserved