
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে নোয়াখালীতে। এরই অংশ হিসেবে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আবু নাছের।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নির্বাচনী ফরম গ্রহণ করেন।
প্রার্থীর প্রতিক্রিয়া: মনোনয়নপত্র সংগ্রহের সময় মাওলানা আবু নাছেরের সঙ্গে দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র হাতে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘দ্বীন ও দেশের স্বার্থে এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে। আমি নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’’
উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনটি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ‘ভিআইপি’ আসন হিসেবে পরিচিত। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করল।
এম.এম/সকালবেলা