
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ফাতেহা পাঠসহ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ২৭ মিনিটে তার গাড়িবহর জিয়ার চন্দ্রিমা উদ্যান পৌঁছায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিবসহ দলীয় নেতাদের নিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পরে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ নেতারা।
পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে পূর্বাচল ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে যান তিনি।