
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে সংগঠনটি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করে চলে যাওয়ার পরপরই তারা ফের রাস্তায় নেমে আসে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়।
অবরোধ ও বিরতির কারণ: এর আগে শরিফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে লাগাতার অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সেই অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর থেকে তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারারাত সেখানেই থাকে।
তবে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাদির কবর জিয়ারত করতে আসার কথা থাকায় কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়। সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে গেলে তারা পুনরায় শাহবাগ অবরোধ করবেন। সেই ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় তারা আবারও শাহবাগ মোড় দখলে নেন।
দাবি ও অবস্থান: বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাদি হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ রাজপথ ছাড়বেন না তারা।
এম.এম/সকালবেলা