
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তার প্রিয় গুলশানের বাসভবন 'ফিরোজা'য় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে মরদেহটি সেখানে পৌঁছায়।
গুলশানের বাসভবনে মায়ের কফিনের পাশে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত আবেগঘন পরিবেশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় তার পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নিয়ে গুলশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে গুলশান এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমান। সেখানে স্বজন ও ঘনিষ্ঠদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি কিছুক্ষণ রাখা হয়েছে।
পরবর্তীতে বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠানের কথা রয়েছে। জানাজা ও দাফন প্রক্রিয়া ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
দেশের ইতিহাসে দীর্ঘ সময় গণতান্ত্রিক লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এই বর্ষীয়ান নেত্রীর বিদায়বেলায় রাজপথে শোকার্ত মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে হারিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে গভীর শোকের ছায়া।
মারুফ/সকালবেলা