
ক্রীড়া প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিন খেলা স্থগিত থাকার জেরে বড়সড় রদবদল আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে। নতুন প্রকাশিত সূচি অনুযায়ী, এবার বন্দরনগরী চট্টগ্রামে বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই চলবে খেলা, এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
বুধবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের এই পরিবর্তিত সূচি নিশ্চিত করেছে।
সূচি পরিবর্তনের কারণ: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের খেলা স্থগিত রাখা হয়েছিল। এই একদিনের বিরতির প্রভাবে পুরো টুর্নামেন্টের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। এর ফলে চট্টগ্রাম পর্বে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। তবে ঢাকা পর্বের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
প্লে-অফ ও ফাইনালের সময়সূচি: বিসিবির নতুন সূচি অনুযায়ী, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা পর্ব শুরু: ১৫ জানুয়ারি থেকে।
এলিমিনেটর ও ১ম কোয়ালিফায়ার: ১৯ জানুয়ারি (একই দিন দুপুরে এলিমিনেটর ও সন্ধ্যায় ১ম কোয়ালিফায়ার)।
২য় কোয়ালিফায়ার: একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি।
ফাইনাল: ২৩ জানুয়ারি।
বিসিবি আরও জানিয়েছে, এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিপিএলের নতুন সূচি:
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১ জানুয়ারি | সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা | সিলেট |
| ১ জানুয়ারি | রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ২ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ২টা | সিলেট |
| ২ জানুয়ারি | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা | সিলেট |
| ৪ জানুয়ারি | সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৪ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৫ জানুয়ারি | নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স | দুপুর ১টা | সিলেট |
| ৫ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৭ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৭ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৮ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৮ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৯ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৯ জানুয়ারি | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১১ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১১ জানুয়ার | নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১২ জানুয়ারি | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১২ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১৫ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৫ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি | রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ২টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি | এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) | দুপুর ১টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি | কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২১ জানুয়ারি | কোয়ালিফায়ার-২ | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২৩ জানুয়ারি | ফাইনাল | সন্ধ্যা ৭ টা | ঢাকা |