প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে ‘সন্ত্রাসী’, ‘চাঁদাবাজ’ ও ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে তাকে অষ্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন। একইসঙ্গে সাঈদ আহমেদ ও তার বাহিনীর হামলায় দলের একাধিক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
ভিডিও বার্তায় দেখা যায়, উত্তেজিত নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে এস এম শাহীন এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সাঈদ আহমেদের বিরুদ্ধে ‘চামড়া তুলে নেব’, ‘আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন অভিযোগ করে বলেন, ‘‘অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি ৫ তারিখের পর থেকে বিভিন্ন অপকর্মে লিপ্ত। জমি দখল, জলমহাল দখল এবং চাঁদাবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যার সঙ্গে তিনি জড়িত নন।’’
শাহীন অভিযোগ করেন, সাঈদ আহমেদের নির্দেশে তার ‘গুন্ডা বাহিনী’ (কামাল, রশিদ, এক সময়ের একসার শহীদ ও আক্কাসসহ ৫০-৬০ জন) অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলায় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর চড়াও হয় তারা। তিনি আরও বলেন, ‘‘হামলায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির বার বার কারা নির্যাতিত নেতা হুমায়ুন কবির দানামিয়ার ছেলে এবং আরেক কারা নির্যাতিত নেতা রাজিব হোসেন আহত হয়েছেন। গত ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতাদের ওপর হামলার বিচার চাই।’’
অবাঞ্ছিত ঘোষণা ও বহিষ্কারের দাবি: বক্তব্যে এস এম শাহীন দলের অভিভাবক ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে সৈয়দ সাঈদ আহমেদকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, ‘‘আমরা এই দুর্দান্ত সন্ত্রাসী সাঈদকে অষ্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করলাম। দলের ভাবমূর্তি রক্ষায় তাকে দ্রুত বহিষ্কার করতে হবে।’’
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে তার এই ঘোষণার প্রতি সমর্থন জানান এবং সাঈদ বিরোধী স্লোগানে এলাকা প্রকম্পিত করেন।
© newsnet24bd All Right Reserved