
সারাদেশে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর ব্যবসায়ীরা এই ঘোষণা দেন। এর ফলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর থেকেই বাজারে পুনরায় গ্যাস বিক্রি ও সিলিন্ডার সরবরাহ শুরু হয়েছে।
বৈঠক শেষে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, ভোক্তা অধিকারের অভিযান নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনের আশ্বাসে তাঁরা ধর্মঘট তুলে নিয়েছেন। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে সারাদেশে অভিযান ও জরিমানার প্রতিবাদে সরবরাহ ও বিক্রি বন্ধের ডাক দিয়েছিল সংগঠনটি।
বর্তমানে দেশে এলপিজির তীব্র সংকট ও মূল্য অস্থিরতা কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপিজি-কে ‘গ্রিনফুয়েল’ হিসেবে বিবেচনা করে এর আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির ক্ষেত্রে ব্যাংকঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এলসি নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও বিশেষ চিঠি দেওয়া হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপ এবং ধর্মঘট প্রত্যাহারের ফলে গত কয়েকদিন ধরে চলা চরম ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে খুচরা পর্যায়ে নির্ধারিত দাম নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙতে সরকার কতটা কঠোর হয়, সেদিকেই তাকিয়ে আছে ভোক্তারা।
মারুফ/সকালবেলা