
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এক যুবদল নেতা। ধাওয়া খেয়ে তিনি একটি জলপাই গাছে উঠে লুকানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বিবরণ: স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে চোরচক্রের তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আব্দুল বাকী পালানোর পথ না পেয়ে একটি জলপাই গাছে উঠে নিজেকে লুকানোর চেষ্টা করেন।
পরে স্থানীয় জনতা তাকে গাছ থেকে নামিয়ে উত্তম-মধ্যম দিয়ে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আরও মানুষ জড়ো হয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ ও স্থানীয়দের দাবি: এলাকাবাসীর অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতা এই গরু চুরির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা দাবি করেন, ‘‘এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা এর সঙ্গে জড়িত, তার রেকর্ড ও প্রমাণ আমাদের কাছে রয়েছে।’’
প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘জনতার হাতে আটক আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’’
এদিকে, দলীয় নেতার এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে উপজেলা যুবদল বা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এম.এম/সকালবেলা