
যমুনা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিংয়ের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেতুর উত্তরবঙ্গগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দুর্ঘটনার কারণে সেতুর এক লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী ট্রাক সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সজোরে সেতুর রেলিংয়ের ওপর উঠে গিয়ে আটকে পড়ে। এর ফলে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে উঠে পড়ে। এতে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে দ্রুত ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।”
সেতু কর্তৃপক্ষ জানায়, খবর পাওয়ার পরপরই দ্রুত রেকার পাঠিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর থেকে পুনরায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।
মারুফ/সকালবেলা