
আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর উপজেলা প্রতিনিধি:
বাংলা ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে জোনাকি আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ২০২৬। ১৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উৎসবে মোট ১৩টি পিঠার স্টল স্থাপন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করে বাহারি রকমের পিঠা কিনে আনন্দ উপভোগ করে। ভাপা, পুলি, পাটিসাপ্টা, জামাই পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বলেন,
“আমাদের স্কুলে এটি তৃতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজন করা হলো। শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা রাখি।”
উৎসব ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী এ আয়োজন স্কুল প্রাঙ্গণকে পরিণত করে এক আনন্দঘন মিলনমেলায়।