প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
রাজশাহী হাইটেক পার্কে বড় বিনিয়োগ, হচ্ছে দুই হাজার কর্মসংস্থান

রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর কোর্ট এলাকার পাশে পদ্মা নদীর তীরে ৩১ একর জায়গায় নির্মিত রাজশাহী হাইটেক পার্কে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুবাতাস বইছে। হাইটেক পার্কে মোট ৩৪৩ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বর্তমানে পার্কে দেশি-বিদেশি কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, যার ফলে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুই হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সম্প্রতি আমেরিকার কোম্পানি স্টারলিংক স্যাটেলাইট দেশের দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য রাজশাহী হাইটেক পার্কে একটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে। কোম্পানিটি এক একর জায়গা ৪০ বছরের জন্য লিজ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে প্লট বরাদ্দ পাওয়ার পরই নির্মাণকাজ শুরু হয় এবং দ্রুত সম্পন্ন হয়। স্টারলিংককে প্রতি বছর প্রতি বর্গমিটার এলাকা অনুযায়ী দুই ডলার পরিশোধ করতে হবে। এছাড়া সার্ভিস চার্জও যুক্ত থাকবে।
স্টারলিংকের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্টে যুক্ত বাংলাদেশের কোম্পানি বন্ডস্টাইন টেকনোলজি লিমিটেড। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মীর শাহরুখ ইসলাম জানিয়েছেন, ‘এপ্রিলে প্লট বরাদ্দ পাওয়ার পর জুলাই পর্যন্ত সময় লেগেছে গ্রাউন্ড স্টেশন নির্মাণে। এখন কাজ সম্পন্ন হয়েছে এবং স্টারলিংক গ্রাউন্ড স্টেশন থেকে সারাদেশে নেটওয়ার্কিং সার্ভিস প্রদান করা হবে। রাজশাহীর পাশাপাশি গাজীপুর ও যশোর হাইটেক পার্কেও স্টারলিংক গ্রাউন্ড স্টেশন তৈরি করেছে।’
তিনি আরও জানান, ‘বর্তমানে মাত্র ১০টি অ্যান্টেনা বসানো হয়েছে। আরও ৩০টি অ্যান্টেনা বসানো হবে। এছাড়া পার্কে রোবোটিকস ও আইওটি রিসার্চ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
রাজশাহী হাইটেক পার্কের তথ্য অনুযায়ী, ৩১ একর জায়গায় নির্মিত পার্কে রয়েছে সিলিকন টাওয়ার ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। পার্কের ভিতরে আরও আটটি প্লট রয়েছে, যার মধ্যে স্টারলিংক ও অগ্নি সিস্টেমস লিমিটেড ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। এছাড়া ব্র্যাক আইটি উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করছে দুই একরের প্লট বরাদ্দের জন্য।
ডেপুটি ডিরেক্টর মাহফুজুল কবির বলেন, ‘সিলিকন টাওয়ারের সামনে আটটি প্লট বড় কোম্পানির জন্য বরাদ্দ দেওয়া হবে। ইতিমধ্যে স্টারলিংক ও অগ্নি সিস্টেমস তাদের কার্যক্রম শুরু করেছে। ব্র্যাকের উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্টের সঙ্গে দুই একরের প্লট বরাদ্দ বিষয়ে আলোচনা চলছে। তারা প্রায় ৬৫০ জন আইটি ডেভেলপারকে হাইটেক পার্কে স্থানান্তর করতে চাচ্ছে।’ হাইটেক পার্কের সিলিকন টাওয়ার ১২ তলা বিশিষ্ট, যেখানে মোট ৮৪,৬৬১ বর্গফুট রেডি স্পেস রয়েছে। ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫০,৪৪৮ বর্গফুট এবং ২৪,৬৩৭ বর্গফুট বরাদ্দ প্রক্রিয়াধীন। টাওয়ারে ১৬টি প্রতিষ্ঠানের জন্য ১৮টি ব্লক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি কোম্পানি অপারেশনাল, চারটি ইন্টেরিয়রের কাজ করছে এবং একটি দ্রুত কার্যক্রম শুরু করবে। এছাড়া আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারেও সাতটি সফ্টওয়্যার কোম্পানি কাজ করছে।
চালডাল কোম্পানি রাজশাহী হাইটেক পার্কে অফিস ডিজাইন সম্পন্ন করেছে এবং আশা করছে আগামী এক মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। সেখানে গ্রাফিক্স ডিজাইন টিম, টেক টিম ও হার্ডওয়্যার টিমসহ ৩০০–৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। চালডালের সিইও জিয়া আশরাফ জানান, ‘রাজশাহী শিক্ষানগরী হওয়ায় এখানে প্রচুর মেধাবী তরুণ আছেন। আমরা তাদেরকে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ দিতে চাই।’ অপরদিকে প্রাণ-আরএফএল গ্রুপ আইটি বিজনেস প্রসেস আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ট্রেনিং সেন্টার গড়ে তুলবে। জিএম মোহাম্মদ তানভীর হোসেন জানান, ‘ফ্লোর বরাদ্দের পর এক হাজারের বেশি তরুণ-তরুণীকে নিয়োগ দেওয়া হবে।’
মাহফুজুল কবির আরও জানান, ‘গত বছরের ৫ আগস্টের ধ্বংসাত্মক ঘটনায় পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এখন প্রতিষ্ঠানগুলো সচল হয়েছে। স্টারলিংক, চালডাল ও প্রাণ-আরএফএল গ্রুপসহ বিভিন্ন কোম্পানি কার্যক্রম শুরু করেছে। ডিসেম্বরের মধ্যে রাজশাহী হাইটেক পার্কে ব্যাপক কর্মসংস্থানের ধারা শুরু হবে।’ রাজশাহী হাইটেক পার্কের নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ফলে শহরের আইটি ও প্রযুক্তি খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। দেশি-বিদেশি কোম্পানির আগ্রহ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে রাজশাহী শিক্ষানগরী হিসেবে আরও পরিচিত হয়ে উঠবে।
সকালবেলা/এমএইচ
© newsnet24bd All Right Reserved