প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদ্যাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বান্দরবানের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাদাছড়ির গুরুত্ব নিয়ে সভায় বক্তারা বলেন, সাদাছড়ির আধুনিকায়নের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এসময় বক্তারা প্রতিবন্ধীদের চলার পথে অবহেলা না করে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।
সভা শেষে বান্দরবানের ৫ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।
সকালবেলা/এমএইচ
© newsnet24bd All Right Reserved