প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
ট্রেন আটকিয়ে ভৈরবকে জেলার দাবি

কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন ছাত্র ও সাধারণ জনতা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দেড় শতাধিক ছাত্রজনতা ওই স্থানে জড়ো হয়ে লাল কাপড় ব্যবহার করে ট্রেন থামানোর উদ্যোগ নেন। ফলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ লোকাল ট্রেনের চালক দুপুর ১টা ২১ মিনিটে ট্রেন থামাতে বাধ্য হন।
এ সময় ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে আন্দোলনকারীরা ভৈরবকে জেলা করার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন এবং পাঁচ মিনিট পর, ১টা ২৬ মিনিটে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।
এই আন্দোলনে অংশ নেন ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, কুলিয়ারচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম, ভৈরব গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।
সকালবেলা/এমএইচ
© newsnet24bd All Right Reserved