প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
দেশের ভালো কাজগুলো বিএনপির হাত ধরেই হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিএনপিকে নানা সময়ে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে।
তার ভাষায়, “দেশের ভালো কাজগুলো বিএনপির হাত ধরেই হয়েছে, অথচ আজ বিএনপিকেই ভিলেন হিসেবে দেখানো হচ্ছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত ও জনগণের সরকার প্রয়োজন। কিন্তু কিছু দল বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন। তার ছিল মানুষের হৃদয়ে পৌঁছানোর অসাধারণ ক্ষমতা, যা দিয়ে তিনি দেশগঠনে কাজ করেছেন। অথচ তার অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
বিএনপি মহাসচিবের মতে, “ক্ষণজন্মা মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না—জিয়াউর রহমান তার প্রমাণ।” তিনি যোগ করেন, “তারেক রহমানও সেই আদর্শের ধারাবাহিকতা ধরে রেখেছেন।”
© newsnet24bd All Right Reserved