প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা দিল্লির

আগামী নভেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এ সফরকে কেন্দ্র করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার তাকে (জাজির নায়েক) ভারতের হাতে তুলে দিবে বলে আশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রলণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পার্ক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকার আগারগাঁও এলাকায় এই দাতব্য অনুষ্ঠানটির আয়োজন করতে পারে বলে জানা গেছে।
গত ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে জড়িত। তিনি যে দেশেই যান না কেন, আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’
৬০ বছর বয়সী এই ইসলামী বক্তা ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। এরপর তার বিরুদ্ধে ‘উগ্রবাদ উসকে দেওয়া’ এবং অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। একই সময়ে তার পরিচালিত পিস টিভি-এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
সেই প্রেক্ষিতে ২০১৬ সালে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতে ফেরার বিষয়ে নায়েক একাধিকবার বলেছেন, ‘ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি ভারতে ফিরব না।’
উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর হামলাকারীদের কয়েকজন তার বক্তব্য থেকে প্রভাবিত হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। সেই সময় বাংলাদেশ সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটেই নভেম্বর মাসে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, আর ভারত তার প্রত্যর্পণের আশা করছে।
© newsnet24bd All Right Reserved