প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে গাজীপুরের চারটি রয়েছে।
এ তালিকায় গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন- গাজীপুর-২ আসনে সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫ আসনে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়নি।
এদিকে গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
© newsnet24bd All Right Reserved