Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি সারওয়ার

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি সারওয়ার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, গুরুত্বপূর্ণ কোনো স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর বার্তা দেন।

ডিসি সারওয়ার আলম বলেন, "অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।" তিনি আরও যোগ করেন, রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয়, সেদিকে নজর দিতে হবে এবং অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, "আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এই সৌন্দর্য আমরাই উপভোগ করব, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা অভিযোগের বিষয়ে ডিসি সারওয়ার বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একেবারেই কম, মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে।" তিনি আশ্বাস দেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের সেবা পায়।

এর আগে, এদিন দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মো. সারওয়ার আলম মঙ্গলবার প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলায় পরিদর্শনে যান। তার এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই পৌরশহরে এক ভিন্ন চিত্র দেখা যায়—নিত্যদিনের যানজটের এই শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে চার ঘণ্টার এই সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তোলে বলে স্থানীয়রা মনে করছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

1

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

2

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

3

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

4

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

5

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

6

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

7

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

8

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

9

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

10

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

11

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

12

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

13

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

14

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

15

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

16

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

17

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

19

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

20
সর্বশেষ সব খবর