জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর ৬ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ বুলবুল রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ প্রায় আট বছর বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৭৮) করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি রাজনৈতিক জীবনে একবার ইউনিয়ন পরিষদের সদস্য এবং পরপর তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আইনি প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি মামলার নিষ্পত্তি হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
মন্তব্য করুন