চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোররাত আনুমানিক ৪টার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে তারা পুনরায় অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির হাতে ধরা পড়েন। বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ প্রয়োজনীয় তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ২৭ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন