এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম ও এনসিপি যুক্ত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে। এই অংশগ্রহণের মধ্য দিয়ে জোটটি ১০ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করলো।
রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের একটি হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা মামুনুল হক।
আমির জানান, একটু আগেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা হয়েছে। এনসিপি আজ রাতের মধ্যে ঘোষণা দেবে।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।
আইএ/সকালবেলা
মন্তব্য করুন