Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য এবং ছয় আইএস জঙ্গি নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালোভায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, ইস্তাম্বুলের দক্ষিণে মারমারা সাগর উপকূলীয় শহর ইয়ালোভার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, অভিযানটি প্রায় আট ঘণ্টা স্থায়ী হয় এবং এ সময় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

এ সংঘর্ষে পুলিশের আটজন সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছেন। অভিযান শেষে ওই বাড়িটি থেকে পাঁচজন নারী ও ছয়টি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মন্ত্রী জানান, নিহত ছয় জঙ্গিই তুরস্কের নাগরিক।

বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবে হামলার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতারের পর সোমবার ভোরে তুরস্কজুড়ে আবারও সাঁড়াশি অভিযান শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার সকালে ১৫টি প্রদেশের ১০৮টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়েছে। গত এক মাসে দেশটিতে মোট ১৩৮ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর অফিস গত সপ্তাহে জানিয়েছিল, আইএস জঙ্গিরা বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

এক বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের শান্তি ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিতকারী এই রক্তপিপাসু ভিলেনদের বিরুদ্ধে লড়াই দেশের ভেতরে ও বাইরে সমানতালে অব্যাহত থাকবে।

সম্প্রতি বিশ্বজুড়ে আইএস নতুন করে সক্রিয় হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে গত ১৯ ডিসেম্বর আইএসের বেশ কিছু লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে হামলার পেছনেও আইএসের অনুপ্রেরণা ছিল বলে ধারণা করছে দেশটির পুলিশ।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্কে আইএসের ধারাবাহিক হামলা দেখা গিয়েছিল। ওই সময় ইস্তাম্বুলের নাইটক্লাব ও প্রধান বিমানবন্দরে বড় ধরনের হামলায় বহু মানুষ প্রাণ হারান। সিরিয়া যুদ্ধের সময় বিদেশি যোদ্ধাদের যাতায়াতের অন্যতম ট্রানজিট পয়েন্ট ছিল তুরস্ক। ২০১৭ সালের পর বড় কোনও হামলা না হলেও তুরস্ক নিয়মিতভাবে এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

1

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

2

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

3

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

4

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

5

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

6

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

7

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

8

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

9

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

10

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

11

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

12

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

13

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

14

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

15

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

16

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

17

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

18

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

19

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

20
সর্বশেষ সব খবর