ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩২) নামে এক ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার পথে রিকশা দ্রুত না চালানোয় চালককেও গুলি করে তারা। শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন সশস্ত্র বহিরাগত যুবক এসে জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী রিকশার চালক দ্রুতগতিতে রিকশা না চালানোয় ক্ষিপ্ত হয়ে তাকেও গুলি করে আহত করে।
নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিমউদ্দিন জানান, নিহত জামাল উদ্দিন ছাত্রশিবিরের একজন কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন