Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান, যাকে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন ও ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা এবং পিটিশন দায়েরকারী আইনজীবীর পরিচয় নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম 'দ্য ডিসেন্ট'-এর অনুসন্ধানে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।

আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে 'দ্য ডিসেন্ট' বিষয়টি নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) 'দ্য ডিসেন্ট' মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী তিনি কি না। উত্তরে তিনি তা অস্বীকার করেছিলেন। এছাড়া জামিন আদেশের কপিতে 'Kaisar Kamal, Advocate' হিসেবে যার নাম রয়েছে, তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না—এই প্রশ্নের জবাবে মাহফুজার রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, "স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।" 

তবে আজ রোববার (১৪ ডিসেম্বর) আদালত থেকে উল্লিখিত নথি দুটি সংগ্রহ করে দেখা যায়, মো. মাহফুজার রহমান গতকাল 'দ্য ডিসেন্ট'কে অসত্য তথ্য দিয়েছেন। কারণ, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে 'মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)'-এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে, তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা 'মো. মাহফুজার রহমান'-এর তথ্য হুবহু মিলে যায়।

এছাড়া, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে 'মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)' নাম ও ছবি যুক্ত রয়েছে। এফিডেভিটে যুক্ত ছবিটি 'Md Mahfujar Rahman (Eliyash)' নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে মিলে গেছে। ওই ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজার বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে 'স্যার' ও 'প্রিয় অভিভাবক' বলে সম্বোধন করেছেন।

আজ সকালে এ বিষয়ে মাহফুজার রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কল করার কথা বললেও তার নম্বরটি একাধিকবার চেষ্টার পরও বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, গতকাল শনিবার 'দ্য ডিসেন্ট' একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায়, অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান নামক দুইজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদের ৬ মাসের জামিনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট কায়সার কামালের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেয়।  

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

1

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

2

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

3

বাড়ল এলপি গ্যাসের দাম

4

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

5

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

6

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

7

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

8

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

9

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

10

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

11

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

12

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

13

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

14

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

15

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

16

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

17

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

18

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

19

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

20
সর্বশেষ সব খবর