Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

জানাজা স্থলে গিয়ে দেখা যায়, ভোর থেকেই নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে খালেদা জিয়ার জানাজার নামাজ পড়তে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। অনেকে সেই ভোর ৪টায় এসে পৌঁছেছেন। তাদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

ফেনী থেকে সংসদ ভবন এলাকায় বেগম জিয়ার জানাজার নামাজ আদায় করতে এসেছেন ষাটোর্ধ্ব নুরুজ্জামান মিয়া। তিনি বলেন, জিয়াউর রহমানকে চোখের দেখা দেখেছি। তার চলে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে মাঠপর্যায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছি। তিনি ছিলেন আমাদের ফেনী তথা সারা বাংলাদেশের গর্ব। তার নেতৃত্ব ছিল এদেশে স্বর্ণযুগ। তার চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

মানিক মিয়া এভিনিউতে উপস্থিত ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম বলেন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর পরই মনটা ব্যাকুল হয়ে উঠেছে তার জানাজার নামাজ আদায় করার জন্য। তাই রাতেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি।

জানাজার নামাজে অংশ নিতে আসা অনেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের একজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার রাজনৈতিক দর্শন, চিন্তা ভাবনা এ প্রজন্মের মানুষের কাছে শিক্ষণীয়। তিনি কখনও কোনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, সারাটা জীবন শুধু দেশের ও দেশের মানুষের চিন্তা করেছেন। হাসিনা এত অত্যাচার নির্যাতন সত্বেও দেশ ছাড়ার কথা একবারও চিন্তা করেননি। তিনি এই বাংলার মুক্তিকামী মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জানাজার নামাজে অংশ নিতে আসা এক নারী বলেন, বেগম জিয়া ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। একজন নারী হয়ে তিনি বাংলাদেশের জন্য যা করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল খুব ইচ্ছে ছিল তার জানাজায় অংশ নেওয়ার। তাই আজ ভোরেই বড় মেয়েকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে চলে এলাম।

জানা যায়, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, সর্বস্তরের মানুষ যেন তাকে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সরকারের সব দফতর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

1

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

3

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

4

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

5

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

6

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

7

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

8

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

9

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

10

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

11

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

12

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

13

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

14

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

15

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

16

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

17

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

18

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

19

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

20
সর্বশেষ সব খবর