Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে “কবজিকাটা” বাক্কার বাহিনীর হামলা ও লুটপাট

কিশোরগঞ্জে “কবজিকাটা” বাক্কার বাহিনীর হামলা ও লুটপাট

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে শিশুদের খেলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন নারী।

 

ঘটনাটি ঘটে গত সোমবার (১৩ অক্টোবর) রাত আটটার দিকে।  স্থানীয় সূত্রে জানা যায়,“কবজিকাটা বাক্কার” নামে পরিচিত আবু বাক্কার ও তাঁর সহযোগীরা ধারালো দা, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলার সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়।

 

আহতরা হলেন—নজরুল ইসলাম, তাঁর ভাই আরজু মিয়া ও ভাবি বিথী আক্তার। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় ১১ জনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন—শ্রীমন্তপুর গ্রামের আবু বাক্কার (৬৫), রাব্বুল মিয়া (২৬), আবু বাক্কার (৩৭), জসু মিয়া (৫৫), রিফাত (২৪), জহুরুল মিয়া (২৫), বাবুল মিয়া (৫২), সোহলে মিয়া (২৩), চাঁদ মিয়া (১৯), জাহিমা আক্তার (৩৪) ও রেদোয়ান।

 

অভিযোগে বলা হয়, নজরুল ইসলামের ছয় বছর বয়সী ভাতিজা জারিফ প্রতিবেশী মদিনা আক্তারের ছেলের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে একদল লোক পরিকল্পিতভাবে হামলা চালায়।

 

হামলার সময় রাব্বুল মিয়া নজরুল ইসলামের মাথায় দা দিয়ে কোপ দেন এবং আবু বাক্কার লোহার রড দিয়ে চোখে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বাধা দিতে গেলে আরজু মিয়া ও তাঁর স্ত্রী বিথী আক্তারকেও পিটিয়ে আহত করা হয়।

 

বিথী আক্তার জানান, হামলাকারীরা তাঁর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পাশাপাশি ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করে এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

 

স্থানীয়রা বলেন, “হামলাকারীরা এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও প্রভাবশালী একটি গ্রুপ। তারা আগেও একটি পরিবারকে মারধর ও ঘর পুড়িয়ে গ্রামছাড়া করেছিল। এবারও একই পদ্ধতিতে ভয়ভীতি দেখিয়ে পুরো এলাকা আতঙ্কে রেখেছে।”


তবে অভিযুক্তদের একজন আবু বাক্কার অভিযোগ অস্বীকার করে বলেন,

“ওদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে পুরনো বিরোধ আছে। তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের ফাঁসাতে চাইছে।”


এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন,

 

“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”


স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে “কবজিকাটা বাক্কার বাহিনীর” মতো দাঙ্গাবাজ চক্রের দৌরাত্ম্য বন্ধ হয় এবং গ্রামে আবারও শান্তি ফিরে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

1

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

2

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

3

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

4

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

5

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

6

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

7

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

8

মেয়েদের কাছে ছেলেদের হার

9

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

10

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

11

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

12

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

13

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

14

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

15

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

16

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

17

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

18

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

19

তামিমকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

20
সর্বশেষ সব খবর