নিরাপত্তার কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখ প্রকাশ করা হয়েছে।
অপরদিকে শিলগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) এবং রবিবার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক।
এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয়।
আইএ/সকালবেলা
মন্তব্য করুন