নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আদালতের পেশকার পরিচয়ে মামলার রায় পক্ষে এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিচারপ্রার্থীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লিয়াকাত গাজীর পুত্র আলমগীর গাজী ও তার সহযোগী শাহিনুর গাজী।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতারণার কৌশল: অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীর গাজী সাতক্ষীরা আদালতে মূলত ‘জারিকারক’ হিসেবে কর্মরত। কিন্তু তিনি নিজেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ‘পেশকার’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ও তার সহযোগী শাহিনুর গাজী আদালতে চলমান একটি মামলার রায় পাইয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের সঙ্গে ২ লাখ টাকার চুক্তি করেন।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উথালী গ্রামের ভুক্তভোগী রফিকুল শেখ ও আশরাফুল শেখ জানান, ‘‘চুক্তি অনুযায়ী আমরা প্রথম দফায় তাদের ৭৫ হাজার টাকা প্রদান করি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা রায় করে দেননি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।’’
রাজনৈতিক ভোল পাল্টানো ও অভিযোগের পাহাড়: স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় ‘মামলাবাজ’ ও প্রতারক হিসেবে পরিচিত। আগে তারা তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছত্রছায়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তারা ‘স্বেচ্ছাসেবক দল’-এর পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে:
ভূমি দস্যুতা: তৈলকুপী গ্রামের মাওলানা মোশাররফ হোসেন ও এরফান মোড়লের জমি জোরপূর্বক দখলের চেষ্টা।
জালিয়াতি: মিউটেশন ও মাঠ পর্চা ঠিক করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ।
নির্যাতন: দীর্ঘ সময় ধরে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের জমি দখলের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বক্তব্য ও পদক্ষেপ: এ বিষয়ে অভিযুক্ত আলমগীর গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শাহিনুর গাজীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন