Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থী নির্বাচন নিয়ে অস্বস্তিতে ছিল বিএনপি ও নেতৃত্বাধীন জোট। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে ইতোমধ্যে দুটি আসনের সমস্যা সমাধান হয়েছে। বাকি তিনটি আসনের জটিলতাও শিগগিরই মিটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ছয়টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির ‘গলার কাঁটা’ হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান তারেক রহমানের নির্দেশনায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান মামুনের সঙ্গেও চূড়ান্ত আলোচনা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে প্রথমে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলেও পরে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করা হয়। এ আসনের সংকট নিরসনেও তারেক রহমান সক্রিয় ভূমিকা রাখছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নানের বিপরীতে কাজী নাজমুল হোসেনকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিরোধ নিষ্পত্তি কঠিন বলে ধারণা করা হচ্ছে। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। তার বিপরীতে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তরুণ দে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক। তিনি জোট সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকিকে বিজয়ী করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে ব্যাপক আলোচনায় আসেন। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে তিনি বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিলেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আবেদনও করেন। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

সৈয়দ এ কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৬১ প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনাঢ্য হিসেবে পরিচিত। আয়কর রিটার্নে তিনি ২৬৫ কোটি টাকার সম্পদের মালিক বলে উল্লেখ করেছেন। স্ত্রীসহ পরিবারের সবাই কোটিপতি—যা তার হলফনামায় উল্লেখ রয়েছে। তিনি একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং পরে পদত্যাগ করেন বলে দাবি করেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “কেউ মনোনয়ন না পেলে তার কিছু চাওয়া-পাওয়া থাকতে পারে কিংবা এলাকা কেন্দ্রিক কিছু দাবি থাকতে পারে। এসব বিষয় হাইকমান্ডে তুলে ধরা হলে সমাধান সহজ হয়। আমাদের এখানকার সমস্যা সমাধানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে একাধিক সমস্যার সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলোও দ্রুত সমাধান হবে বলে আমরা আশাবাদী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

1

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

2

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

3

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

4

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

5

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

6

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

7

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

8

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

9

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

10

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

11

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

12

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

13

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

14

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

15

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

16

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

17

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

18

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

19

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর