Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ (অভিযোগ) গঠন পিছিয়ে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।


সোমবার (৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক আব্দুস সালাম এই আদেশ দেন। এদিন মামলায় ১৬ নম্বর আসামিসহ কয়েকজন আসামি উপস্থিত না থাকায় আদালত এই সময় বৃদ্ধি করেন। 

সোমবার সকাল ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। হাজতখানা থেকে আমামি আনতে দেরি হলে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে কারণ  জানতে চান। পরে তিন ধাপে শুনানি চলমান রেখে ২৬ জন আসামিকে আদালতে উপস্থিত করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ও এপিপি অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন চার্জ গঠনের পক্ষে শুনানি করেন। 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা চার্জ গঠন থেকে অব্যাহতি ও জামিনের আবেদন করেন। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন বলেন, “জুম মিটিংয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি, উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে।” অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা যুক্তি দেন যে, ডিজিটাল প্ল্যাটফর্মের আলোচনা দণ্ডবিধির পরিবর্তে সাইবার আইনে হওয়া উচিত ছিল। তারা অনেক আসামিকে ‘অসহায় ও প্রযুক্তিজ্ঞানহীন’ দাবি করে জামিন প্রার্থনা করেন। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামক একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে ওই সভায় পলাতক শেখ হাসিনাসহ দেশ-বিদেশের ৫৭৭ জন অংশ নেন।

অভিযোগে বলা হয়, উক্ত মিটিংয়ে একটি ‘গৃহযুদ্ধের’ মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করা হয়। কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট উপাদান পাওয়ায় সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক ২০২৫ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন। 
সিআইডি তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং গত ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয়বাংলা বিগ্রেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাবিনা ইয়াসমিন, আজিদা পারভীন পাখি, শাহীন, অ্যাডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাখ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান। 

বর্তমানে সাবিনা আক্তার তুহিনসহ ২৮ জন এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতার  দেখানো উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন— মো. ইব্রাহীম খলিল বিপুল, মো. আব্দুস সবুর, মোছা. ছানোয়ারা খাতুন, মেহেদী হাসান আকাশ, এ কে এম আকতারুজ্জামান, কে এম রাশেদ, মোছা. মেরিনা খাতুন মেরি, সুশান্ত ভৌমিক, নিজাম বারী, জাহাঙ্গীর আলম, শেখ আনিচুজ্জামান আনিচ, মো. আকরামুল আলম, মো. নুর উন নবী মন্ডল দুলাল, মো. সাইফুল ইসলাম সর্দার, কাজী আবুল কালাম, মোছা.ফেন্সী, কে এম শাহ নেওয়াজ ওরফে শিবলু, রফিকুল ইসলাম, জিন্নাত সুলতানা ঝুমা, মেহেদী হাসান ঈশান ও জনি চন্দ্র সূত্রধর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

1

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

2

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

3

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

4

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

5

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

6

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

7

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

8

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

9

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

10

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

11

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

12

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

13

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

14

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

15

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

16

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

17

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

18

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

19

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

20
সর্বশেষ সব খবর