Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

দৈনন্দিন জীবনে নবীজি (সা.)-এর সুন্নত বা জীবনাচরণগুলো কেবল আধ্যাত্মিক নয়, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী ও কল্যাণকর। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানও এই অভ্যাসগুলোর উপকারিতা স্বীকার করে। স্বাস্থ্য সুরক্ষায় এমন ১০টি সুন্নত হলো:

১. হাত ধোয়া ও কুলি করা: নবীজি (সা.) খাওয়ার আগে ও পরে হাত ধুতেন এবং খাওয়ার পর কুলি করতেন। এটি জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করে, হজমের সমস্যা কমায় এবং মুখগহ্বর ও দাঁতকে সুরক্ষিত রাখে।

২. খাদ্য গ্রহণে সংযম: ইসলামে পরিমিত আহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল (সা.) শিখিয়েছেন, পাকস্থলীর এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখতে (সুনানে তিরমিজি, ২৩৮০)। এই অভ্যাস স্থূলতা, গ্যাস্ট্রিক, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে রক্ষা করে।

৩. মিসওয়াক করা: দাঁত ও মুখের পরিচ্ছন্নতায় তিনি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি ঘুমের আগে-পরে, ঘরে প্রবেশের সময় এবং অজুর আগে মিসওয়াক করতেন। এটি দাঁত পরিষ্কার রাখে, মাড়ি মজবুত করে এবং হজমে সাহায্য করে।

৪. সকালের হাঁটা: ইসলাম সকালের নির্মল পরিবেশে হাঁটতে উৎসাহিত করেছে। নবীজি (সা.) নিজেও প্রায়ই মসজিদে কুবায় হেঁটে যেতেন। সকালের হাঁটা শরীরে অক্সিজেন প্রবাহ বাড়ায়, হৃদরোগ প্রতিরোধ করে এবং সকালের রোদ ভিটামিন ডি-এর অভাব পূরণ করে।

৫. কায়লুলা (দুপুরের বিশ্রাম): দুপুরের খাবার গ্রহণের পর সামান্য বিশ্রাম নেওয়াকে কায়লুলা বলে। নবীজি (সা.) এটি করতে উৎসাহ দিয়েছেন। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন, দুপুরে ১০ থেকে ৪০ মিনিট ঘুমালে শরীর ও মন সতেজ হয়, কর্মস্পৃহা বাড়ে এবং মানসিক চাপ কমে।

৬. ডান পাশ হয়ে ঘুমানো: রাসূল (সা.) ডান কাতে ঘুমাতেন এবং এটিই শিক্ষা দিতেন। ডান কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড ও পাকস্থলীর ওপর চাপ কমে, এসিড রিফ্লাক্সের সমস্যা হ্রাস পায় এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকে।

৭. তেল (বিশেষত জয়তুন) ব্যবহার: তিনি চুলে ও শরীরে নিয়মিত তেল, বিশেষ করে জয়তুন (অলিভ অয়েল) তেল ব্যবহারে উৎসাহ দিয়েছেন। এটি ত্বক মসৃণ রাখে, চুলের পুষ্টি জোগায় এবং রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে।

৮. বসে পানি পান করা: রাসূলুল্লাহ (সা.) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন (মুসলিম, ২০২৫)। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বসে পান করলে পানি ধীরে ধীরে শরীরে প্রবেশ করে, এতে কোষগুলো ভালোভাবে তা গ্রহণ করতে পারে এবং কিডনি ও পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় না।

৯. হাঁচির সময় মুখ ঢেকে রাখা: নবীজি (সা.) হাঁচির সময় হাত বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতেন এবং শব্দ নিচু করতেন (আবু দাউদ, ৫০২৯)। এই অভ্যাসটি রোগ-জীবাণু ছড়ানো রোধ করে, যার গুরুত্ব করোনা মহামারির সময় বিশ্ববাসী গভীরভাবে উপলব্ধি করেছে।

১০. ব্যক্তিগত পরিচ্ছন্নতা: নির্দিষ্ট সময় পর পর নখ কাটা, গোঁফ ছাঁটা এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা ইসলামের 'ফিতরাত' বা স্বভাবজাত পরিচ্ছন্নতার অংশ। এই অভ্যাসগুলো ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে এবং ত্বক ও চোখকে সুস্থ রাখে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

1

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

2

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

3

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

4

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

5

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

6

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

7

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

8

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

9

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

10

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

11

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

12

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

13

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

14

বদলে গেল ১২টি গুরুত্বপূর্ণ নির্বাচনি বিধান

15

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

16

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

17

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

18

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

19

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

20
সর্বশেষ সব খবর