Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছে। হামলাটি হলো এমন সময়ে যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ক্রেমলিনের এক দূত ফ্লোরিডা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শান্তি উদ্যোগের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে বার্লিনে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে। ইউক্রেনের প্রধান আলোচক শুক্রবার গভীর রাতে জানান, যুক্তরাষ্ট্রে আমেরিকান ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে তাদের প্রতিনিধি দলের আলাদা বৈঠক শেষ হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে আগামী দুই বছরের জন্য সুদমুক্ত একটি বড় ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, শুক্রবার গভীর রাতে হামলার কেন্দ্রস্থলে থাকা একটি বাসে থাকা যাত্রীদের মধ্যেও কয়েকজন আহত হন। পার্কিং লটে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার বলেন, বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

মস্কো তাৎক্ষণিকভাবে হামলার খবর স্বীকার করেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, আগের দিন তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অনির্দিষ্ট পরিবহন ও মজুত অবকাঠামো, জ্বালানি স্থাপনা ও কিয়েভের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তাকারী অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একটি তেল উত্তোলন প্ল্যাটফর্ম, সামরিক টহল জাহাজ ‘ওখোতনিক’ এবং অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি ক্যাস্পিয়ান সাগরে একটি তেল ও গ্যাস উৎপাদন প্ল্যাটফর্মের কাছে টহল দিচ্ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে।

ফিলানোভস্কি তেল ও গ্যাস ক্ষেত্রের ড্রিলিং প্ল্যাটফর্মেও হামলা হয়েছে। স্থাপনাটি পরিচালনা করে রাশিয়ার তেল জায়ান্ট লুকওইল। ইউক্রেনীয় ড্রোনগুলো ২০১৪ সালে ইউক্রেন থেকে অবৈধভাবে দখল করা ক্রিমিয়ার ক্রাসনোসিলস্কে এলাকায় একটি রাডার ব্যবস্থাতেও হামলা চালিয়েছে।

রাশিয়া সরকার বা লুকওইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। লুকওইল রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির একটি—রাষ্ট্রায়ত্ত গ্যাজপ্রমের সঙ্গে—যাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার উদ্দেশ্য মস্কোর তেল রপ্তানি আয়ের পথ বন্ধ করা, যা যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।

কিয়েভও রাশিয়ার তেল অবকাঠামোয় দীর্ঘপাল্লার হামলার পক্ষে একই যুক্তি দেখিয়ে আসছে। তাদের মতে, এসব অবকাঠামো ক্রেমলিনের সর্বাত্মক আগ্রাসনের অর্থায়ন ও জ্বালানি সরবরাহ—দুটিই করে যাচ্ছে; এই যুদ্ধ শিগগিরই পঞ্চম বছরে পা দিতে যাচ্ছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন। তবে মস্কো ও কিয়েভের পরস্পরবিরোধী কঠোর দাবির কারণে এই প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

1

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

2

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

3

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

4

তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

5

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

6

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

7

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

8

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

9

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

10

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

11

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

12

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

13

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

14

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

15

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

16

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

17

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

18

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

19

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

20
সর্বশেষ সব খবর