নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন গোটা দল ও দেশ শোকে মুহ্যমান, ঠিক সেই দিনই দল থেকে বহিষ্কারের দুঃসংবাদ পেলেন দলের আলোচিত নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাকে এই কঠোর শাস্তি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশের বিবরণ: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেক্ষাপট: উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি তাদের জোটের শরিক দলের জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রুমিন ফারহানা ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এই বিদ্রোহী অবস্থানের কারণেই দলের চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির মধ্যেই তার বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন