Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই চরম অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। এই আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এর জেরে ইতিমধ্যেই স্থানীয় বিএনপির ৩৩ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন, যা আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূলের কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আহমেদ আযম খান জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। গত ২০ নভেম্বর এই হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, "আপনি সখীপুর-বাসাইলে আসুন, পিঠের চামড়া থাকবে না... আপনাকে খেয়ে ফেলব।" এই ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে গত রবিবার সখীপুর ও টাঙ্গাইল শহরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এসব কর্মসূচিতে সংহতি জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও অংশ নেন।

'ভুয়া' মুক্তিযোদ্ধা দাবির অভিযোগ: এদিকে, বিতর্কের আগুনে ঘি ঢালে আযম খানের নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করার বিষয়টি। রবিবার এক পথসভায় তিনি দাবি করেন, তিনি মুক্তিযুদ্ধের সময় পশ্চিমাঞ্চলে যুদ্ধ করেছেন এবং বাসাইল অঞ্চলের সংগঠক ছিলেন। তবে এই দাবির পর সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সাজাহান সাজু এক ভিডিও বার্তায় একে মিথ্যাচার বলে অভিহিত করেন। তিনি বলেন, "আযম খান মুক্তিযোদ্ধা—এমন কোনো দালিলিক প্রমাণ বা ইতিহাস নেই। তিনি নিজেই বহুবার বলেছেন তিনি মুক্তিযুদ্ধ করেননি। এই ভুয়া দাবি প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান।"

নেতাকর্মীদের গণপদত্যাগ: আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, স্বেচ্ছাচারিতা এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগে সখীপুর বিএনপিতে পদত্যাগের হিড়িক পড়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজু ও সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টারসহ ১১ জন নেতা পদত্যাগ করেন। পরদিন ওলামা দলের আরও ২২ জন নেতাকর্মী পদত্যাগ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সখীপুরে ছুটে যান। তারা বিষয়টিকে হালকা করে গণমাধ্যমকে বলেন, "বিএনপি সাগরের মতো দল, এখান থেকে দু-এক বালতি পানি চলে গেলে কিছু হয় না। আযম খানের বিজয় সুনিশ্চিত দেখে ষড়যন্ত্রকারীরা এসব ঘটাচ্ছে।"

এ বিষয়ে আহমেদ আযম খান গণমাধ্যমকে বলেন, "আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এবং ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই বিজয় ঠেকাতে পারবে না।"

তবে স্থানীয় বিএনপির একাংশ মনে করছে, দায়িত্বশীল নেতাদের এমন বিতর্কিত আচরণ ও গণপদত্যাগ আগামী নির্বাচনে দলের ফলাফলে বিপর্যয় ডেকে আনতে পারে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

1

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

2

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

3

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

4

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

5

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

6

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

7

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

8

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

9

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

10

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

11

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

12

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

13

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

14

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

15

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

16

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

17

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

18

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

19

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায

20
সর্বশেষ সব খবর