ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে গ্রেপ্তার করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে সুপারিশ আসায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) কিশোরগঞ্জ মডেল থানায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসপি ড. ফরহাদ হোসেন রাজনৈতিক দলগুলোর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আশাহত হই, যদি কোন ব্যাক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলের সংযুক্ত থাকার কোন তথ্য থাকে অথবা তার আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রে যদি কোন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়, তখন আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল আমাদেকে সুপারিশ করছেন তখন আমরা ব্যাথাতুর হই, আমাদের হৃদয়ে কষ্ট অনুভব করি।”
অনুষ্ঠানে তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনী বর্তমানে জনবান্ধব হওয়ার চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ যখন পেশাদারত্বের পরিচয় দিচ্ছে, তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করা হলে তা পুলিশের মনোবলকে বাধাগ্রস্ত করে।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন সাহসী এবং স্পষ্ট বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন