জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম পরিচিত মুখ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তার পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠলেও আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাসনিম জারা নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
গণমাধ্যমকে তিনি জানান, বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। এর পরিবর্তে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী ওই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ করতে তাকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষর আগামীকাল সোমবারের মধ্যে জমা দিতে হবে।
ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।”
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন