Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। টুর্নামেন্ট শুরুর আর তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ দল ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ক্রিকবাজের একটি প্রতিবেদন বলছে আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবছে। তবে বাংলাদেশের জোরালো দাবির পরও শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব কম। বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে ভারতেই! 

এক্ষেত্রে আইসিসি ও সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেসিএ) বিষয়টি জানিয়ে রেখেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে টিএনসিএ ও কেসিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জানা গেছে, তারা ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত এবং সেখানে সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও আছে। টিএনসিএ কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, তাদের কাছে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজনেও কোনও সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে স্কোয়াড থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই ভারতে সফর নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে দুই দফা চিঠি পাঠায় বিসিবি। এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও জবাব দেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে, সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে সংস্থাটি।

তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, ৭ ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিকভাবে বেশ জটিল হওয়ায় বিসিবির সেই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

1

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

2

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

3

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

4

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

5

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

6

মেয়েদের কাছে ছেলেদের হার

7

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

8

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

9

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

10

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

11

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

12

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

13

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

14

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

15

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

16

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

17

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

18

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

19

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

20
সর্বশেষ সব খবর