Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

 শিরজুল ইসলাম রাসেলঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে ‘মধ্যযুগীয় কায়দায়’ হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অনিক (৩০) উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত একই ওয়ার্ডের পশ্চিম পাংশা গ্রামের মালেক রাঢ়ীর ছেলে মো. ফজলুর রাঢ়ী (৪৫)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তালুকদার বাড়ির সামনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার মনি বেগম বলেন, "ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটে। আমি ফজলু ও অনিককে দোকানের সামনে বসে কথা বলতে দেখি। আমি ঘরের কাজে ভেতরে ঢুকতেই হঠাৎ শুনি অনিক বলছে, 'আপনি আমার বড় ভাই, আমাকে মারছেন কেন?' আর ফজলু বলছে 'দৌড় দে'। আমি ঘর থেকে বের হয়ে দেখি অনিক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে আর ফজলু আমার ঘরের সামনে রাখা ইট দিয়ে অনিকের মাথায় বারবার আঘাত করছে।"

তিনি আরও বলেন, "আমি চিৎকার শুরু করি 'ছেলেটাকে বাঁচাও'। কিছুক্ষণ পর এক বাইক চালক এসে অনিককে উদ্ধার করে। এ সময় ফজলু তড়িঘড়ি করে পালিয়ে যায়।" মনি বেগম জানান, তিনি এক ভ্যান চালকের কাছে শুনেছেন, শাকিব সরদার নামে এক ব্যক্তি অনিককে ওই দোকানে চা-বিস্কুট খেতে রেখে গিয়েছিল।

আহত অনিকের বাবা ইউপি সদস্য ফখরুল ইসলাম রোকন বলেন, "আমার ছেলে সকালে বাইসাইকেল নিয়ে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর একজন আমাকে ফোন করে জানায় অনিক, শাকিবের সাথে আছে। আমি শাকিবকে ফোন দিলে সে জানায় অনিক তার সাথে নাস্তা করছে এবং কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে দেবে। এর মাত্র পাঁচ মিনিট পরই আবার ফোন আসে, কারা যেন অনিককে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে।"

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি শাকিবকে পাননি। অনিককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন।

এ বিষয়ে শাকিব সরদার জানান, অনিক তার সাথে নাস্তা খাওয়ার পর তিনি অনিককে দোকানের সামনে রেখে নিজের কাজে চলে যান। ফজলু যে সেখানে ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, "ইউপি সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার পাঠানো হয়েছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে। আমরা খুব শীঘ্রই আসামিকে ধরতে সক্ষম হব।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

1

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

2

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

3

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

4

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

5

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

7

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

8

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

9

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

10

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

11

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

12

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

13

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

14

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

15

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

16

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

17

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

18

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

19

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

20
সর্বশেষ সব খবর