ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি সংসদীয় আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে আজ শনিবার (১০ জানুয়ারি) ইসির পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থগিত হওয়া আসন দুটি হলো— ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই দুটি আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল ইসি। যেখানে পুরো সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন করা হয়।
তবে এই সীমানা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা সংক্রান্ত আগের গেজেট স্থগিত করার আদেশ দেন। এই আইনি জটিলতার কারণেই কমিশন আসন দুটির নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল কেন অস্বীকার করা হয়েছিল—এমন প্রশ্নে সচিব জানান, গতকাল মৌখিকভাবে যা বলা হয়েছিল, আজ তা লিখিতভাবে চূড়ান্ত করা হলো। বর্তমানে পাবনার এই দুই আসনে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত কোনো মোবাইল কোর্ট বা আপিল শুনানিও কার্যক্রম স্থগিত থাকবে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন