Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

দুর্নীতি, অপরাধ ও বিচারহীনতার বিরুদ্ধে এবার মেক্সিকোজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। যেটির নেতৃত্বে ছিল জেনারেশন জেডের (জেন-জি) সদস্যরা।

স্থানীয় সময় শনিবারের ওই বিক্ষোভে নানা বয়সী মানুষ অংশ নেন। যাদের মধ্যে ছিলেন বিরোধী দলের প্রবীণ কর্মী এবং সম্প্রতি নিহত মিচোয়াকানের মেয়র কার্লোস মানজোরের সমর্থকরা। চলতি মাসের শুরুতে ‘ডে অব দ্য ডেড’ অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয় কার্লোসকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটিতে কিছু মুখোশধারী বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেক্সিকো সিটির জননিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেজ জানান, সংঘর্ষে ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম মিলেনিওকে তিনি আরও জানান, সংঘর্ষের সময় ২০ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। দাঙ্গায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।

মেক্সিকান সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল- এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সুরক্ষিত এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ ও পাথর ছোড়ে। এতে বিক্ষোভকারী তরুণদের অনেকে আহত হন। ঘটনাস্থলেই আহতদের চিকিৎসা দেন বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকরা। 

এল ইউনিভার্সাল আরও জানায়, পুলিশ কয়েক মিনিট ধরে ঘটনাস্থল জোকালো প্রাঙ্গণে বিক্ষোভকারীদের ধাওয়া করে। বেশ কয়েকজনকে মারধরের পর এলাকা ছাড়তে বাধ্য করে। শেষ পর্যন্ত বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘জেনারেশন জেড মেক্সিকো’ বলে পরিচয় দেওয়া একটি সংগঠন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘোষণাপত্রে দাবি করা হয়েছে, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে ক্লান্ত মেক্সিকোর তরুণ প্রজন্মের প্রতিনিধি।
চলতি সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমের কিছু জেন-জি ইনফ্লুয়েন্সার জানিয়েছিলেন, তারা শনিবারের বিক্ষোভ কর্মসূচির বিপক্ষে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স এবং মেক্সিকান বিলিয়নিয়ার রিকার্দো সালিনাসের মতো ব্যক্তিত্বরা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বার্তা দেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের অভিযোগ, ডানপন্থী দলগুলো জেন-জি আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বট ব্যবহার করে বিক্ষোভে উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

চলতি বছর এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে জেন-জিরা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে। নিকট অতীতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নেপালে। সামাজিক মাধ্যম নিষিদ্ধের পর গত সেপ্টেম্বরে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

1

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

2

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

3

আপেল কি ব্রণ কমায় ?

4

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

5

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

6

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

7

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

8

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

9

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

10

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

11

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

12

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

13

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

14

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

15

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

16

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

17

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

18

আজ বছরের ক্ষুদ্রতম দিন

19

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

20
সর্বশেষ সব খবর