ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই।
রাশেদ খান বলেন, ‘মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থিতার বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বিএনপি।’
রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে।
তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়নের বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কয়েকজন। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এখন পর্যন্ত ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ হলেও বাকি তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
মন্তব্য করুন