Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেলাফত মজলিসের প্রার্থী

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেলাফত মজলিসের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনে এক বিরল রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। একই পরিবারের তিন সদস্য—বাবা, ছেলে এবং ভাই ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচনী মাঠে নামায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি নিজে প্রার্থী না হলেও জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়লের পক্ষে কোমর বেঁধে প্রচারণায় নেমেছেন।

অন্যদিকে, তাঁর বড় ছেলে মো. শাহরিয়ার জামান এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধু তাই নয়, মেজর রঞ্জনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. আনিসুজ্জামান খোকনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনেই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। একই পরিবারের তিন সদস্যের এমন ভিন্নমুখী অবস্থানকে স্থানীয় বিশ্লেষকরা বিরল ঘটনা হিসেবে দেখছেন।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন গণমাধ্যমকে বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি ময়মনসিংহ-১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। পরবর্তীতে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। তবে দীর্ঘ ৪০ বছরেও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ ও ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন আমার ১২ বছর পরে বিএনপিতে এসে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমি নিজে যুদ্ধ করেছি, প্রকৃত ইতিহাস আমি জানি।” 

পরিবারের কনিষ্ঠ প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত মো. শাহরিয়ার জামান জানান, তিনি নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতে চান। তাঁর মতে, একই পরিবারের একাধিক সদস্য নির্বাচন করা কোনো সমস্যা নয়। তিনি বলেন, “দল যে সিদ্ধান্ত নিবে আমি সেইটা মেনে নেব। বড় চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত; তিনি নির্বাচন করতেই পারেন। ভোটাররা যাকে রায় দেবে সেটা মেনে নেব।”

ছেলের প্রার্থিতা ও ভাইয়ের বিদ্রোহী অবস্থান নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে বলেন, “গণতান্ত্রিক দেশ হিসেবে যে কেউ নির্বাচন করতে পারে। সে হিসাবে আমার ছেলে ও ভাই নির্বাচন করছে এটি দোষের কিছু নাই। জামায়াতের সঙ্গে যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিস জোট হচ্ছে, তাই ছেলে হয়তো নির্বাচন প্রত্যাহার করবে। ভাইয়ের বিষয় বলতে পারি না, গণতান্ত্রিকভাবে সে নির্বাচন করতে পারে।”

একসময়ের প্রতাপশালী এই রাজনৈতিক পরিবারের এমন বহুমুখী অবস্থান কটিয়াদী-পাকুন্দিয়ার ভোটের সমীকরণকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে সরগরম স্থানীয় চায়ের টেবিল। বিশেষ করে বিএনপি-জামায়াতের নতুন জোটের প্রেক্ষাপটে এই পরিবারের ভোট কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ জনগণ।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

1

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

2

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

3

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

4

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

5

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

6

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

7

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

8

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

9

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

10

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

11

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

12

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

13

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

14

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

15

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

16

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

17

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

19

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

20
সর্বশেষ সব খবর