Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে সোমবার (১৫ ডিসেম্বর) মানহানি মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগে বলা হয়, বিবিসি একটি সম্পাদিত ভিডিও ক্লিপ এমনভাবে উপস্থাপন করেছে, যেন তিনি সমর্থকদের বাইডেনের কাছে পরাজয়ের পর ক্যাপিটল হিলে হামলার নির্দেশ দিয়েছিলেন।

ট্রাম্পের অভিযোগে বলা হয়েছে, বিবিসির এই আচরণ মানহানির পাশাপাশি ফ্লোরিডার একটি আইনেরও লঙ্ঘন, যেখানে প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। তিনি মামলার দুটি অভিযোগের প্রতিটির জন্য পাঁচশ কোটি ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলায় বলা হয়েছে, বিবিসি ২০২১ সালের ৬ জানুয়ারির এক ভাষণের অংশ সম্পাদনা করে ট্রাম্পের মানহানি করেছে। ওই সম্পাদনায় পর পর দুটি ক্লিপ রাখা হয়, যেখানে প্রথমে তিনি সমর্থকদের ক্যাপিটলের দিকে পদযাত্রা করতে বলেন এবং আরেক অংশে “জান দিয়ে লড়াই করতে” কথাটি ব্যবহার করেন। অথচ এই দুটি একই ভাষণের অংশ হলেও পরস্পর সম্পর্কযুক্ত নয়। এমনকি সেই অংশটি বাদ দেওয়া হয়, যেখানে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন।

বিবিসি এর আগে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, ভুল বিচারবোধের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে সম্পাদনার কারণে ভুলভাবে মনে হয়েছে, তিনি সহিংস পদক্ষেপের সরাসরি আহ্বান জানিয়েছিলেন। তবে সংস্থাটি বলেছে, আইনি পদক্ষেপ নেওয়ার কোনও ভিত্তি নেই।

সোমবার মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প বলেন, ক্ষমা চাওয়া সত্ত্বেও বিবিসি নিজেদের ভুলের জন্য প্রকৃত অনুশোচনা দেখায়নি বা ভবিষ্যতে এমন সাংবাদিকতাগত অপব্যবহার ঠেকাতে কোনও অর্থবহ প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনেনি।

ট্রাম্পের আইনজীবী দলের এক মুখপাত্র বলেন, বিবিসি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দর্শকদের বিভ্রান্ত করে আসছে, যা তাদের নিজস্ব বামপন্থী রাজনৈতিক অ্যাজেন্ডার অংশ।

সোমবার মামলার খবর ছড়িয়ে পড়ার আগে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বিবিসির একজন মুখপাত্র বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে আমাদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। আমাদের অবস্থান অপরিবর্তিত।

অবশ্য মামলা দায়েরের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বিবিসির তরফ থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

1

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

2

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

3

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

4

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

5

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

6

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

7

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

8

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

9

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

10

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

11

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

12

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

13

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

14

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

15

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

16

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

17

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

18

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

19

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

20
সর্বশেষ সব খবর