আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নবগঠিত ‘আমজনতার দল’ থেকে প্রার্থী হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ শেষে হিরো আলম জানান, এদিন বিকেল ৫টার মধ্যেই তিনি যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মনোনয়নপত্র জমা দেবেন।
মনোনয়ন উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, “আমি সবসময় হামলা ও মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাইছেন।”
নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।”
বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করে হিরো আলম জানান, ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার প্রতি সম্মান প্রদর্শন করেই তিনি সদর আসন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগেও তিনি বগুড়া-৪ আসনে নির্বাচন করেছিলেন এবং এবারও একই আসন থেকে লড়াই করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
উল্লেখ্য, হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং ২০২৩ সালের উপ-নির্বাচনে বগুড়া-৪ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন। এবার তিনি দলীয় প্রতীকে ভোটের মাঠে নামছেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন