Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিনের অপেক্ষা শেষে অবশেষে ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সরকার। শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন চ্যাম্পিয়নন্স ট্রফিতে এই বছরের ফেব্রুয়ারিতে, দীর্ঘ বিরতির পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফের একাদশে সুযোগ পান বাঁহাতি ওপেনার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য শুভ হলো না-ব্যাট হাতে ফিরলেন মাত্র ৪ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলসের অফস্টাম্পের বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। মারার মতো বল পেয়েছিলেন, কিন্তু শটটা গ্যাপে রাখতে পারেননি। মাথার ওপর দিয়ে চমৎকার এক ক্যাচ নেন রোস্টন চেইস। সৌম্যের ব্যাট থেকে আসা একমাত্র চারটিই রইল তার ফিরে যাওয়ার আগে ছোট্ট এক ঝলক হয়ে। ৬ বলে ৪ রানে থামলেন তিনি।

আজ সৌম্যকে দলে ফেরানোর বড় কারণ ছিল ওপেনিং জুটিতে বাংলাদেশের ব্যর্থতা। চলতি বছর এখন পর্যন্ত ৯ ইনিংসেও ওপেনিং জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারেনি একবারও। এমনকি ছয়বার প্রথম উইকেট গেছে ২০ রানের আগেই। সেই ব্যর্থতার সমাধান খুঁজতেই নির্বাচকেরা ফিরিয়ে আনেন অভিজ্ঞ সৌম্য সরকারকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনিও।

তবে শুরুটা আশাব্যঞ্জকই ছিল। সাইফ হাসানের সঙ্গে ইনিংসের শুরুতে একটি দারুণ কভার ড্রাইভ মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সাইফের বিদায়ের পর পরের ওভারেই তিনিও ফেরেন। সিলসের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটি কভার দিয়ে পাঠাতে চেয়েছিলেন সীমানার বাইরে, কিন্তু পা নড়েনি, টাইমিং হয়নি-ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে চেইসের হাতে।

বাংলাদেশ দলের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং আত্মমর্যাদা পুনরুদ্ধারের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ক্ষত এখনো শুকোয়নি। সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করতে আজ মিরপুরের মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজকের একাদশে নতুন সংযোজন হিসেবে আছেন তরুণ ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। সাইফ হাসানের কাছ থেকে ওয়ানডে ক্যাপ পেয়ে অভিষেক হয় তার, তিনি দেশের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে নাম লেখান। ২৬ বছর বয়সী এই ব্যাটার এর আগে টেস্টে অভিষেক করেছিলেন, তবে সেখানেও বড় কিছু করতে পারেননি। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পরিসংখ্যান অবশ্য বেশ সমৃদ্ধ-৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি, গড়ে প্রায় সাড়ে তিন হাজার রান। মিডল অর্ডারের স্থিতিশীলতা ফেরাতে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা।

তবে ওপেনিং ব্যর্থতা আজও থেকে গেল। সৌম্যের ব্যাটে ফের জ্বলে উঠল অস্থিরতা, আস্থা নয়। দীর্ঘ অপেক্ষার পর তার ফেরা তাই এখন প্রশ্নের মুখে-আর কতবার সুযোগ পাবেন তিনি জাতীয় দলে নিজেকে প্রমাণ করার?


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

1

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

2

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

3

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

4

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

5

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

6

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

7

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

8

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

9

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

10

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

11

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

12

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

13

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

14

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

15

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

16

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

17

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

18

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

20
সর্বশেষ সব খবর