Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার ফাঁসির রায়ের অপেক্ষায় পুরো জাতি

হাসিনার ফাঁসির রায়ের অপেক্ষায় পুরো জাতি

মাববতা বিরোধী ও গণহত্যার দায়ে অভিযুক্ত বাংলার কসাই রক্তখেকো স্বৈরাচার হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক হয়েছে আজ।আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

হাজার হাজার স্বজনহারা শহীদ পরিবার, পুরো জাতি গুম, খুনের নির্দেশদাতা, গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন। শুধু চব্বিশের গণহত্যা নয় বিগত হাসিনা যুগের সকল কার্যক্রমের দৃষ্টান্ত দেখতে চায় দেশের মানুষ। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য হবে। 

গণহত্যার পূর্ণ সত্যতা প্রকাশ হয়েছে। এমন খবরে জুলাইসহ বিগত ১৭ বছর যারা নির্যাতিত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন তাদের মধ্যে আনন্দের বার্তা বয়ে যাচ্ছে। নির্যাতিত ব্যাক্তিরা বলছেন, হাসিনাকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামীতে কোনো সরকার বা রাজনৈতিক ব্যক্তি যাতে ক্ষমতার স্বার্থে জনগণের বুকে গুলি চালাতে অনেকবার ভাবে, হাসিনার ফাঁসির রায়ের মধ্যেই যেন ফ্যাসিবাদের পৎন ঘটে। 

শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাকমিন গণমাধ্যমকে বলেন, আজ ১৪ মাস হয়ে গেল এখনো কেন হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হলো না। আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জনসম্মুখে।"

" সন্তান হারানোর ক্ষত নিয়ে ১৪ মাস পার করেছি। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু গুনতেছি কখন হাসিনার ফাঁসি কার্যকর দেখতে পাবো। শুনতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আজকের রায় হতে পারে। "

"আমি শহীদ জাফরের মা প্রত্যাশা করব হাসিনাকে যেন ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়। এবং অতি দ্রুত সেই রায় কার্যকরের সকল ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আমাদের সন্তান হত্যার বিচার নিশ্চিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যেন কাজ করে সেই প্রত্যাশা করব। "

শহীদ নাজমুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, আমার ভাই খুবই নিরপরাধ ছিল, খুব রাজনীতি বুঝতো না। জুলাইয়ে এদেশের মানুষকে যখন পাখির মতো গুলি করে হত্যা করে তখন আমার ভাই সাধারণ একজন মানুষ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে দাঁড়ায়। সৈরাচার হাসিনার নির্দেশে আমার ভাইকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। 

"আমার ভাইয়ের শরীরের একপাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে  রক্ত খেকো হাসিনা শাসকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর যদি না দেখে যেতে পারি আমরা মরেও শান্তি পাব না। শুধু আমি কেন আমার মত শত শত, হাজার হাজার শহীদ পরিবার বাংলার কসাই হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন। যারা সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন। স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন তারা বুঝেন স্বজন হারার যন্ত্রণা কত কঠিন। যে চলে গেছে তাকে আর পাওয়ার সুযোগ নেই। কিন্তু যে গণহত্যার মাস্টার মাইন্ড, নির্দেশ দিয়েছেন, আমরা স্বজন হারিয়েছি এখন আমাদের একটাই প্রত্যাশা আমরা যেন আপনজন হত্যার বিচার দেখে যেতে পারি। আজ হাসিনার ফাঁসির রায় হবে। "

"আমরা চাই হাসিনাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ নিরপরাধ মানুষকে খুন করতে সাহস না পায়। রাজনৈতিক ক্ষমতায় কেউ যাতে অন্ধ হয়ে এভাবে আর গণহত্যা চালানোর সাহস করতে না পারেন।"

শহীদ মিনহাজ উদ্দিনের বাবা আলাউদ্দিন বলেন, "বাবারে কি আর বলবো, সকল বাবাদের ইচ্ছা থাকে বাবার লাশটা সন্তান যেন বহন করে। কোন বাবাই চায় না সন্তানের লাশ বাবার কাঁদে বহন হোক। আমি এমন এক হতভাগা বাবা আমাকে আমার সন্তানের লাশ নিজ কাঁধে বহন করতে হয়েছে। আমার সন্তানকে জানাযা পর্যন্ত পড়তে দেয়নি হাসিনা সরকার। অনেক দূরে গিয়ে গোপনে গোসল দিয়ে জানাজা পড়তে হয়েছে। "

তিনি বরো বলন, "আমার ছেলেটাকে খুব কষ্ট দিয়ে মেরেছে বাবা। সন্তানের রক্তাক্ত দেহ দেখার দৃশ্য আমি এখনো ভুলতে পারি নাই। যে হাসিনা সরকার আমার সন্তানকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সে হাসিনার ফাঁসির রায় যেন দেখে যেতে পারি এখন এটাই শুধু চাওয়া। টাকা পয়সা কোন কিছু আমাদের চাওয়া নেই। হাসিনার যদি ফাঁসির রায় হয়। এবং খুব দ্রুতই আমাদের চোখের সামনে যদি এ রায় বাস্তবায়ন করা হয় তাতেই আমরা শান্তি।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, আজ আমাদের জন্য অনেক আনন্দের বিষয় দীর্ঘ পরিশ্রমের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুক্তি তর্কের পর দুই হাজার ছাত্রজনতার গণহত্যার নির্দেশ দাতা স্বৈরাচার হাসিনার রায় হতে যাচ্ছে। আমরা আশা করব, শুধু ২৪ এর খুন নয় প্রায় ৪০ হাজার মানুষের পঙ্গুত্বের নির্দেশদাতা হাসিনা সর্বোচ্চ রায় আজ আদালত দেবেন। আমরা প্রত্যাশা করি শুধুমাত্র ২৪ এর গণহত্যা নয়, বিগত ১৭ বছরে গুম, খুন করে হাজার হাজার পিতামাতাকে সন্তানহারা করেছে হাসিনা। তাকে শুধু ফাঁসি দিলেই হবে না, জনসম্মুক্ষে হাসিনার সর্বোচ্চ মৃত্যুদন্ড ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি আরো বলেন, " হাসিনাকে এমন প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে এদেশে কোন সরকার আগামীতে আর স্বৈরশাসক হওয়ার ভূমিকার চিন্তা করতে অনেক ভাবে। হাসিনার গণহত্যার রায়ের মাধ্যমে যেন এ দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটে। শুধু আমরা নয় হাজার হাজার স্বজনহারা মানুষ আজকে হাসিনা ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছে। এদেশের মানুষ সে দিনই মনে একটু স্বস্তি পাবে যেদিন হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার দায় সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করবে। আমরা সেই অপেক্ষায় থাকবো।"

শহীদ জাবের ইব্রাহিম এর বাবা কবির আহমদ  বলেন, "আমার ৬ বছরের ছোট্ট জাবেরকে হাসিনার নির্দেশে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমার সন্তানের সকল রক্ত বাংলাদেশের জমিনে পড়েছে। যে জমিন থেকে আমার সন্তানকে খুনের নির্দেশ দিয়েছেন সে হচ্ছে হাসিনা। হাসিনার রায় হতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক আনন্দের। তাকে শুধু ফাঁসি দিলে হবে না। জনসম্মুখে এমন শাস্তি দিতে হবে যাতে এ দেশের আর কোন স্বৈরশাসক এভাবে কোন শিশুকে গুলি করে হত্যার নির্দেশ দিতে অন্তত কয়েকবার চিন্তা করে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

1

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

2

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

3

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

4

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

5

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

6

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

7

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

8

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

9

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

10

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

11

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

12

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

13

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

14

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

15

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

16

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

17

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

18

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

19

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

20
সর্বশেষ সব খবর