সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় প্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের। মাহফিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। যতদিন এ দেশের ভূখণ্ডে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান এহসানুল হক, কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব কেএফএম শারহাদ শাকিল। এছাড়াও ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাহফিলে অংশ নেন।
মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় ও যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য ফ্রান্স বিএনপির পক্ষ থেকে এই ধন্যবাদ জানানো হয়। পরিশেষে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেকের পরিচালনায় মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন