নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের ইসি রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি। সভায় ক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণমুখী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমানের মা ফজিলাতুননেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর সঞ্চালনায় সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো
তালিকাভুক্ত সদস্যদের জন্য রেইনকোট অথবা ব্লেজার প্রদান।
সদস্যদের নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন।
ক্লাবের চলমান অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা।
সভায় বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন আমিরুজ্জামান বাবু, আবু সাঈদ বিশ্বাস, আক্তারুজ্জামান বাচ্চু, আল ইমরান, মুহাঃ জিললুর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম. জিললুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন