Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে প্রতিষ্ঠানে শতভাগ পাস

যে প্রতিষ্ঠানে শতভাগ পাস

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ শিক্ষার্থী পাসের কৃতিত্ব অর্জন করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও ফেল করেনি। যদিও গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি, সেই তুলনায় এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৪৩টি। ফলে এ ফলাফল শিক্ষার মান ও প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য জানান।


তিনি বলেন, ‘এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭ দশমিক ৭৮ শতাংশের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। তবে কিছু প্রতিষ্ঠান অসাধারণ প্রস্তুতি ও নিয়মিত পাঠদানের মাধ্যমে শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রেখেছে।’

 
শিক্ষাবিদেরা মনে করছেন, এমন পরিস্থিতিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো প্রশংসার দাবিদার। কারণ এবারের পরীক্ষায় পাঁচ বছর পর পূর্ণমান, পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। করোনাকালের ব্যতিক্রমী নিয়মে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে অভ্যস্ত থাকলেও এবার তাদের সামনে ছিল পূর্ণ প্রস্তুতির চ্যালেঞ্জ। তবুও যেসব প্রতিষ্ঠান শতভাগ পাস অর্জন করেছে, তারা নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও অভিভাবক অংশগ্রহণের মাধ্যমে সফলতা পেয়েছে।


ফলাফলে দেখা গেছে : এবারের পরীক্ষায় ২০২টি প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে, যা গত বছরের তুলনায় তিনগুণের বেশি। ফলে শিক্ষাব্যবস্থায় বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে।


বিশেষজ্ঞদের মতে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে থাকবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের তদারকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত নির্দেশনা ও নিরবচ্ছিন্ন শিক্ষার পরিবেশ তাদের সাফল্যের মূল কারণ।

 
তারা মনে করেন, যদি এই সফলতা অন্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে দেওয়া যায়, তবে সামগ্রিকভাবে দেশের শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার সরকারি কলেজ, চট্টগ্রাম কলেজ, নটর ডেম কলেজ, রাজশাহী কলেজ, এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়গুলোর ফলাফল সবচেয়ে ভালো।


সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

1

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

2

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

3

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

4

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

5

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

6

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

7

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

8

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

9

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

10

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

11

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

12

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

13

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

14

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

15

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

16

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

17

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

18

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

19

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

20
সর্বশেষ সব খবর